Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

মার্কিন কোটিপতি ডেভিড রকফেলার পরলোকে

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোটিপতি জনহিতৈষি ব্যক্তিত্ব ডেভিড রকফেলার মারা গেছেন। তার বয়স হয়েছিলো ১০১ বছর। গত সোমবার নিউইয়র্কে নিজ বাসভবনে ঘুমের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার মুখপাত্র ফ্রেসার পি সিটেল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চেজ ম্যানহাটান ব্যাংকের কর্ণধার হিসাবে কর্মরত রকফেলার ছিলেন স্টান্ডার্ড অয়েল কোম্পানির যৌথ-প্রতিষ্ঠাতা জন ডি রকফেলারের নাতি। শীর্ষস্থানীয় তেল ব্যবসায়ী জন রকফেলার এতটাই সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হন যে তিনি হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের প্রথম বিলিয়নেয়ার। সদ্য প্রয়াত ডেভিড রকফেলার ছিলেন আমেরিকার কিংবদন্তীতুল্য রকফেলার পরিবারের সবচেয়ে বয়োবৃদ্ধ সদস্য এবং জন ডি রকফেলার জুনিয়রের ষষ্ঠ সন্তান। তবে ছয় সন্তানের মধ্যে তিনিই সবচেয়ে প্রভাবশালী ছিলেন বলে ধারণা করা হয়। এই পরিবারটি আমেরিকার সবচেয়ে পরিচিত এবং জনহিতৈষি কাজের জন্য সবচেয়ে বিখ্যাত। চেজ ম্যানহাটান ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী হিসাবে কর্মরত থাকাকালে ব্যাংকটি যখন বিশ্বব্যাপী কার্যক্রম চালু করে তখন এটি ডেভিডের ব্যাংক নামে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। ফোর্বস-এর হিসাব অনুযায়ী, ডেভিড রকফেলারের সম্পদের পরিমাণ ছিলো ৩৩০ কোটি ডলার এবং তিনি ছিলেন বিশ্ব পর্যায়ে একজন প্রভাবশালী কণ্ঠস্বর। তিনি তার সময়ের অনেক মার্কিন প্রেসিডেন্টকে উপদেশ দিয়েছেন। একজন জনহিতৈষি ব্যক্তি হিসাবে তিনি পরিচিত ছিলেন। দ্য ইনডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ