Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিল থেকে লাল গোশত আমদানিতে নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিল থেকে লাল গোশত আমদানিতে চীন-ইইউ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বব্যাপী পচা লাল গোশত (রেড মিট) রফতানির অভিযোগের প্রেক্ষিতে ব্রাজিলের বিরুদ্ধে আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে সবচেয়ে বড় ক্রেতা চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্য দিয়ে কার্যত ব্যর্থ হলো দেশটির প্রেসিডেন্ট মিশেল তেমেরের নিষেধাজ্ঞা এড়ানোর সব উদ্যোগ। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম লাল গোশত রফতানিকারক দেশ ব্রাজিল। আর সবচেয়ে বড় ক্রেতা চীন ও ইইউ। এ নিষেধাজ্ঞা ব্রাজিলের অন্যতম রফতানি পণ্য রেড মিট খাতে বিপর্যয় ডেকে আনবে বলে মনে করা হচ্ছে। খবরে বলা হয়, সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্র, চীন ও ইইউসহ সংশ্লিষ্ট সব দেশের ক‚টনীতিকদের সঙ্গে বৈঠক করেন তেমের। এ সময় দেশটির গোশতের মান সম্পর্কে ক্রেতা দেশের ক‚টনীতিকদের নিশ্চয়তা দেয়ার চেষ্টা করেন তিনি। তেমের জানান, ব্রাজিলের ৪ হাজার ৮৩৭টি মাংস প্রক্রিয়াজাতকরণ ইউনিটের মধ্যে মাত্র ২১টির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। এর মধ্যে মাত্র ৬টি গত ৬০ দিনে রফতানি করেছে। এসব ইউনিটে সরকারি নজরদারি বাড়ানো হবে। কিন্তু তেমেরের এ উদ্যোগ কার্যত ব্যর্থ করে দিয়ে দেশটি থেকে লাল গোশত আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। অন্যদিকে যেসব কোম্পানির বিরুদ্ধে পচা গোশত রফতানির অভিযোগ রয়েছে, সেসব কোম্পানির কাছ থেকে গোশত আদমানি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট ইইউ। প্রসঙ্গত, ব্রাজিলের এ খাতের কোম্পানিগুলোর বিরুদ্ধে পচা গরুর গোশত ও পোল্ট্রি রফতানির অভিযোগ ওঠে প্রায় দু’বছর আগে। তদন্ত শেষে গত ১৭ মার্চ দিনভর দেশটির ৬টি রাজ্যে একযোগে অপারেশন উইক ফ্লেশ নামে অভিযান পরিচালিত হয়। অভিযানের মুখে অভিযোগের সত্যতা মেলে। আটক করা হয় অন্তত ৩০ জনকে। ৩৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়। বন্ধ করে দেয়া হয় ৩টি বৃহৎ গোশত প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ