Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটাইলে একঘণ্টা পর এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : প্রশ্নপত্র না থাকায় এক ঘণ্টা পর পরীক্ষায় অংশ নিল ঘাটাইলের একটি কেন্দ্রের উচ্চতর গণিত বিষয়ের এসএসসি পরীক্ষার্থীরা। উপজেলার সাগরদীঘি এসএসসি পরীক্ষা কেন্দ্রে গতকাল রোববার এ ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে উচ্চতর গণিতসহ বিভিন্ন বিষয়ে এসএসসি পরীক্ষা ছিল। সাগরদীঘি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৬০ জন। উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষার্থী ছিল ১০৩ জন। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে উপস্থিত হন। নিয়ম অনুযায়ী এ বছর বহু নির্বাচনী বিষয়ে আগে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু পরীক্ষা শুরু করতে গিয়েই বিপত্তি দেখা দেয়। অন্য বিভাগের পরীক্ষার্থীদের বহু নির্বাচনী বিষয়ের প্রশ্ন থাকলেও উচ্চতর গণিত বিষয়ে শিক্ষার্থীদের বহু নির্বাচনী বিষয়ের প্রশ্ন না থাকায় এ বিপত্তি দেখা দেয়। প্রায় এক ঘন্টা পর শুরু হয় উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা। এখানেই শেষ নয় রচনামূলক বিষয়ে পরীক্ষা সময় হয়ে যাওয়ায় উচ্চতর গণিত বিষয়ে শিক্ষার্থীদের বহু নির্বাচনী বিষয়ের পরীক্ষা না নিয়ে রচনামূলক বিষয়ে তাদের পরীক্ষা শুরু করানো হয়। এ রকম হ-য-ব-র-ল অবস্থায় শেষ হয় ঘাটাইলের সাগরদীঘি কেন্দ্রের এসএসসি পরীক্ষা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা আরা বেগম জানান, বিষয়টি আমি ১০টা ৫ মিনিটে অবগত হই। পরে আমি তাৎক্ষণিক বিশেষ ব্যবস্থায় বহু নির্বাচনী বিষয়ের প্রশ্নপত্র সংগ্রহ করে ১০টা ৫০ মিনিটে কেন্দ্রে উপস্থিত হই। তখন রচনামূলক বিষয়ের পরীক্ষার সময় হওয়ায় জেলা প্রশাসক ও বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রচনামূলক অংশের পরীক্ষা শুরু করা হয়। পরে বহু নির্বাচনী বিষয়ের পরীক্ষা নেয়া হয়। তিনি আরো জানান, এ বিষয়ে ইতোমধ্যে কেন্দ্র সচিব সাগরদীঘি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং কেন্দ্রের তদারকি কর্মকতা উপ-সহকারী প্রকৌশলী (শিক্ষা) শহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘাটাইলে একঘণ্টা পর এসএসসি পরীক্ষা শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ