Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডের সিয়াম ভার্সিটিতে এশিয়া কো-অপারেশন ডায়ালগ

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান ফেব্রুয়ারি ২৪-২৫, তারিখে থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এ এক বিরল সম্মানের বিষয় যেখানে এশিয়ার ৭১টি দেশের প্রতিনিধিত্বকারী সরকার অনুমোদিত সংগঠন ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’ এর পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও ১০টি দেশের রাস্ট্রদূতদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমন্ত্রণ জানান হয়।
এ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এশিয়ার দেশসমূহের সামর্থ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগীতার হাত সম্প্রসারিত করা। সম্মেলনে বক্তব্য রাখেন সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. পোর্নচাই মংখোনভানিত, জাতিসংঘের মহাসচিব বান-কি মুনের প্রধান উপদেষ্টা মিঃ চুং রাই নৌ, এশিয়া ই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, থাইল্যান্ডের উচ্চ শিক্ষা কমিশনের কর্মকর্তা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান ও ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’-এর মহাসচিব বুন্ডিত লিমছোনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ডের সিয়াম ভার্সিটিতে এশিয়া কো-অপারেশন ডায়ালগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ