Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডে মার্কিন কূটনীতিক বহিষ্কার

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিউজিল্যান্ডে পুলিশি তদন্তের অংশ হিসেবে এক মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১২ মার্চ সংঘটিত একটি অপরাধে অভিযুক্ত ছিলেন ওই ক‚টনীতিক। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়নি মার্কিন দূতাবাস। পরে যুক্তরাষ্ট্রের কাছে তাকে সরিয়ে নেয়ার অনুরোধ জানায় নিউজিল্যান্ড সরকার। মার্কিন কর্মকর্তারা জানায়, শনিবার ওই ক‚টনীতিক দায়িত্ব ছেড়ে চলে গেছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি পুলিশ। নিউজিল্যান্ড রেডিও জানায়, ওই ক‚টনীতিক আহত অবস্থায় দেশত্যাগ করেছেন। তার নাক ভেঙে গিয়েছে। পুলিশ জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাবেন। নিউজিল্যান্ডে দায়িত্বরত ক‚টনীতিকরা পুলিশি তদন্ত থেকে নিরাপত্তাজনিত সুরক্ষা পান। ১৯৬১ সালে ভিয়েনা কনভেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করে নিউজিল্যান্ডের দায়িত্বরত সকল দেশের ক‚টনীতিকরা আইন মেনে চলবেন। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ