Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘানায় গাছ উপড়ে ২০ জন নিহত

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ঘানার ব্রোং-আহাফো অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে গাছ উপড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বিবিসির খবর সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে কিনটামপো এলাকায় একটি ঝর্ণার কাছে বেশ কিছু পর্যটক সাঁতার কাটছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তাদের উপর বিশাল আকারের একটি গাছ উপড়ে পড়ে। ঘঁনাস্থলে নিহত হয় ১৮ জন। হাসপাতালে নিহত হয় আরও ২ জন। নিহতদের অধিকাংশই ওয়েঞ্চি মেথডিস্ট সিনিয়র হাইস্কুলের ভূগোলের ছাত্র ও সেখানকার একজন শিক্ষকও রয়েছে। তারা ওই পর্যটনকেন্দ্রে শিক্ষাসফরে গিয়েছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ঘানার এনার্জি এন্ড ন্যাচারাল রিসোর্সেস বিশ্ববিদ্যালয়ের ছাত্রও রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ