Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ার রকেট-পরীক্ষা অর্থবহ অগ্রগতি : সিউল

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স¤প্রতি উত্তর কোরিয়ার রকেট ইঞ্জিন পরীক্ষা তাদের ইঞ্জিন ফাংশনে অর্থবহুল অগ্রগতি প্রকাশ করে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র লি জিন-উ এই কথা বলেন। তিনি বলেন, এই পরীক্ষায় দেখা গেছে ইঞ্জিনের কার্যক্রম অনেক উন্নতি লাভ করেছে। তবে এর সম্ভাব্য পরিণতি ও ব্যবহার জানতে আরো গবেষণা প্রয়োজন। গত রোববার উত্তর কোরিয়া দাবি করে, দেশটির সামরিক বাহিনী উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানায়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ওই রকেট ইঞ্জিনের পরীক্ষাকে উত্তর কোরিয়ার রকেট খাতে নতুন জন্ম বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, এই ইঞ্জিনের মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্বমানের স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করল। উত্তর কোরিয়ার কাছ থেকে বিশ্ব নতুন কিছু দেখবে বলে উল্লেখ করেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ