Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উবারের প্রেসিডেন্ট জেফ জোনসের পদত্যাগ

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: অনলাইনে গাড়ি সেবাদানকারী মার্কিন কোম্পানি উবারের প্রেসিডেন্ট জেফ জোনস পদত্যাগ করেছেন। তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট রিকোড এর এক প্রতিবেদনে রোববার জোনসের পদত্যাগের খবরটি প্রথম জানিয়েছে। রিকোডের প্রতিবেদনে বলা হয়, সান ফ্রান্সিসকোভিত্তিক উবারের সা¤প্রতিক অবস্থার কথা বিবেচনা করে বর্তমান প্রেসিডেন্ট জেফ জোনস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতিতে জেফ জোনস জানান, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে আদর্শ ও দৃষ্টিভঙ্গি নিয়ে তার কর্মজীবন পরিচালিত হয়ে আসছে তার সঙ্গে উবারের কাজের অভিজ্ঞতা পরিপন্থি। জোনস তার বিবৃতিতে আরো জানান, তিনি যা ধারণা করেছিলেন উবারের সার্বিক পরিস্থিতি তার চেয়েও নাজেহাল। লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানির অভিযোগে বারবারই আলোচনায় এসেছে সান ফ্রান্সিসকো ভিত্তিক এই ট্যাক্সি সেবা কোম্পানিটি। সম্প্রতি এই সেবা প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠায় বিশ্বজুড়ে সমালোচনায় পড়ে। দ্য হিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ