Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা গ্রেফতার এক

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামের জনৈক ব্যক্তির মক্তবে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়–য়া শিশু কন্যাকে (৬) চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে চলনালীর মৃতঃ শুকুর আলীর ছেলে সানোয়ার হোসেন (৪৮) দোকান ঘরে ডেকে নেয়। দোকানের ভিতরে গেলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী এসে দোকান ঘরের ভিতরে ঢুকে তাকে উদ্ধার করে। এলাকাবাসী সানোয়ারকে ধরার চেষ্টা করলে সে দোকানের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। শনিবার রাতে গুরুদাসপুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা রজু করা হলে রোববার সকালে গুরুদাসপুর থানা পুলিশ আসামি সানোয়ার কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, এ ব্যাপারে মামলা রজু করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ