Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় বসেই জয়ের আবহ পেয়েছিলেন মাশরাফি

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : ২০০২ এবং ২০০৫ সালে পি সারা ওভালে টেস্ট খেলতে পারেননি মাশরাফি। হাঁটুর লিগামেন্টের ইনজুরি ছিটকে ফেলে দিয়েছিল তাকে ওই দু’বার শ্রীলঙ্কা সফর থেকে। ২০০৭ সালে দলের সঙ্গে এসে রাখতে পারেননি অবদান। বোলিংয়ে ২/৭৭, কিন্তু ব্যাটিংয়ে ২ ইনিংসেই ০! ২০০২ ও ২০০৫ সালে টেলিভিশন পর্দায় পি সারায় বাংলাদেশ দলের ইনিংস হার দেখেছেন। ২০০৭ সালেও দলের সঙ্গে থেকে একই পরিণতি বরণ করতে দেখেছেন। ২০০৫ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের প্রথম জয়ে করেছেন প্রতিনিধিত্ব। বোলিংয়ে ৭ উইকেটের (৩/৫৯ও ২/৪৫) পাশে ব্যাটিংয়ে ৬৭ রান (৪৮ও ১৯ রান)। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী দলের অধিনায়ক তিনি। বিদেশের মাটিতে ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ৯৫ রানে বাংলাদেশ দলের প্রথম জয়ের ম্যাচে প্রথম ইনিংসে তার ৩৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলতে পেরেছে বাংলাদেশ, বোলিংয়ের সময়ে ফলো থ্রুতে পা পিছলে পড়ে সেই যে বিপদ ডেকে আনলেন, ওটাই তার হয়ে গেল ফেয়ারওয়েল টেস্ট। জানেন, হাঁটুর চোট নিয়েও দলের প্রয়োজনে নেমেছিলেন ব্যাটিংয়ে, ৭টি বল ডট করে ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলার কাজটাও করেছেন মাশরাফি। বিদেশের মাটিতে প্রথম জয়ে নেতৃত্ব দেয়া মাশরাফি গতকাল পি সারা ওভালের ড্রেসিং রুমের পাশে প্যাভিলিয়নে বসে দেখেছেন বাংলাদেশের জয়। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন শেষে মাহামুদুল্লাহ, সোহান, সানজামুলদের নিয়ে বাংলাদেশ দলকে দিয়েছেন উৎসাহ, উদ্দীপনা। ঢাকায় বসেই নাকি পেয়েছেন এই টেস্টে জয়ের আবহ, এমনটাই জানিয়েছেন তিনি ‘প্রথম ইনিংসে বড় লিড পাওয়াটাই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। আমি তৃতীয় দিনের খেলা কিছুটা দেখেই জয়ের সম্ভাবনা দেখেছি।’
গল টেস্টে ২টি ভুলে বাংলাদেশ হেরে গেছে বলে মনে করছেন মাশরাফি ‘তামীমের রান আউট, আর শুভাশিষের নো বল না হলে গল টেস্টে অন্য কিছু হতে পারতো। প্রথম ইনিংসে ওদের বড় লিডটাও ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছে আমাদের।’
চতুর্থ দিনে মুস্তাফিজুরের প্রশংসিত স্পেলটা বাসায় বসেই নাকি দেখেছেন মাশরাফি ‘সবাই যখন এয়ারপোর্টে, তখন আমি বাসায়। টেলিভিশনের সামনে মুস্তাফিজুরের ওই স্পেলটি দেখতে যেয়ে দেরি করেছি। বলতে পারেন দারুণ একটি স্পেল করেছে সে। আগে-ভাগে সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম। আধ ঘণ্টা আগে এয়ারপোর্টে পৌছেছি।’ শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিক দল যেখানে ক্রিকেট পরাশক্তিদের পর্যন্ত পাত্তা দেয় না, সেই শ্রীলঙ্কার মাটি থেকে টেস্ট জয়কে অনেক বড় অর্জন বলে মনে করছেন তিনি। শততম টেস্ট বলে এই জয়কে বিশেষ বলছেন মাশরাফি ‘বিদেশের মাটিতে প্রথম জয়টি পেয়েছে বাংলাদেশ আমার ক্যাপ্টেনসিতে, এবার বিদেশের মাটিতে বসে বাংলাদেশের জয় দেখলাম। বাংলাদেশের শততম টেস্টে এই অর্জন অসাধারণ।’ পি সারা ওভালে টেস্ট জয় ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশকে বাড়তি টনিক যোগাচ্ছে বলে মনে করছেন মাশরাফি ‘শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজে আমরা উপরের দিকেই থাকবো। এই টেস্ট জয় আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ