Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাঙ্গায় গ্রামীণ লোক সাংস্কৃৃতিক অনুষ্ঠান

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ‘নারী-পুরুষ সবাই মিলে, এগিয়ে যাবো সমৃদ্ধির পথে’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে নারী-পুরুষ সমতা উৎসব পালিত হয়েছে। ট্রেইডক্রাফ্ট ও উলাসী সৃজনী সংঘ জুয়েল প্রজেক্টের উদ্যোগে মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দিনব্যাপী এ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা, পিঠা উৎসব, জারী গান পরিবেশন, গ্রাম-বাংলার ঐহিত্যবাহী লাঠি খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণীর সভার আয়োজন করা হয়। পরের সন্ধ্যায় ভিডিও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বহু বছর পর জনপ্রিয় লাঠি খেলা অনুষ্ঠান দেখতে দূর-দূরান্ত থেকে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু খেলার মাঠে উপস্থিত হয়। লাঠি খেলায় তাদের বিভিন্ন কসরত ও কৌশল প্রদর্শন করেন আঃ রহিম, সেকেন মাতুব্বর, নুরু মিয়া, জব্বার শেখ, মইফুল মিয়া, আক্কাজ মোল্যা, ছয়ফুল মিয়া, পলাশ মোল্যা ও প্রবীণ আঃ সাত্তার। লাঠিয়ালরা যখন বাদ্যের তালে তালে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা রকম কসরত প্রদর্শন করে চলেছেন উপস্থিত হাজার দর্শক তখন করতালি দিয়ে তাদের উৎসাহ যোগায়। চান্দ্রা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রণব কুমার ঘোষ, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, সাবেক প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ, আলি আক্কাজ মোল্যা, আঃ বারি মুন্সী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ