প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গৌরবের (গিরিশ কুমার) বিয়ে হবে বন্দনার সঙ্গে এটা তার সব বন্ধু আর নিকটজনেরা জানে। বিয়ের আগে ব্যাচেলর পার্টিতে সে মাত্রাতিরিক্ত পান করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সকালে সে নিজেকে বিছানায় পূজা (নবনীত কওর ধিলন) নামে এক তরুণীর পাশে আবিষ্কার করে। সে পূজাকে ঘর থেকে বের করে দেয়ার সময় তার শাশুড়ির দেয়া একটি শার্ট দিয়ে দেয়, কথা ছিল এটি সে বিয়ের রাতে পরবে। পূজা চলে যাবার পরই তা সে অনুধাবন করতে পারে। বন্দনা যেমন গোঁয়ার সে এটা সহ্য করবে না কোনোভাবেই। সে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে বন্দনার খোঁজে শার্টটি উদ্ধারের জন্য। পূজাকে পেয়েও যায়। পূজা জানায় কীভাবে তাদের দেখা হয়। সব ঘটনা জানার পর গৌরব তার কাছে দুঃখ প্রকাশ করে। বিয়ের চার বছর কেটে যায়। গৌরব আর বন্দনার এর মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। অন্যদিকে পূজার সঙ্গে গৌরবের বন্ধু বিনায়কের র গৌরব তার কাছে দুঃখ প্রকাশ করে। বিয়ের চার বছর কেটে যায়। গৌরব আর বন্দনার এর মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। অন্যদিকে পূজার সঙ্গে গৌরবের বন্ধু বিনায়কের (জ্যাক লয়) বাগদান হয়েছে। গৌরব মরিশাসে সময় কাটাতে গেলে সেখানে আবার পূজার সঙ্গে তার দেখা হয়। তারা একসঙ্গে বেশ কিছু সময় কাটায়। পূজা উপলব্ধি করে গৌরব তাকে ভালোবাসে। এই সময় তারা আলাদা হয়ে যায়। তবে আবার দেখা হয় তাদের। আবার গৌরব তাকে পাবার চেষ্টা করে ব্যর্থ হয়। এই সময় তাদের সম্পর্কে নাক গলায় বন্দনা। শেষ পর্যন্ত গৌরব আর পূজা এক হতে পারবে কি?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।