Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছর পর জুটি হলেন অপূর্ব ও নওশীন

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এক বছর পর আবারো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও নওশীন। গত বছর তারা দু’জন সর্বশেষ একটি খন্ড নাটকে অভিনয় করেছিলেন। সম্প্রতি শেখ সেলিমের পরিচালায় ফরচুন নামে একটি নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। অপূর্ব বলেন, ‘শেখ সেলিমের নির্দেশনায় আবারো আমি আর নওশীন একসঙ্গে কাজ করেছি। নাটকের নামেই আমার চরিত্রের নাম। দেখা যাবে যে আমার মাঝে আত্মবিশ্বাস খুব কম। যে কারণে উল্টো যাই ঘটুক না কেন আমি মনে করি এটা আমার দুর্ভাগ্য। নওশীনের সঙ্গে সবসময়ই কাজ বেশ উপভোগ করি। কারণ শূটিং-এর ফাঁকে ফাঁকে দারুণ আড্ডা দেয়া যায়। নাটকটি বেশ ভালো হয়েছে। আশা করি, ভালোলাগবে দর্শকের।’ নওশীন বলেন, ‘আমি যখন আরজে তখন অপূর্বই আমাকে নিয়ে একটি নাটকে অভিনয়ের কথা বলেছিলো। সাজ্জাদ সুমনের নির্দেশনায় আমরা প্রথম একসঙ্গে কাজ করি। এরপর আরো বেশকিছু নাটকে কাজ করেছি আমরা। অপূর্ব সব সময়ই খুব সহযোগিতা করে। আমাদের দু’জনের সম্পর্কটা এমন যে কেউ দেখলেই বুঝবেন আমরা একে অন্যের প্রতি অনেক আন্তরিক। শেখ সেলিমকে ধন্যবাদ একটি ভালো কাজের সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’ আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। এদিকে এরইমধ্যে অপূর্ব, নাঈম ও মেহজাবিন শেষ করেছেন ‘হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো’ নাটকের কাজ। এবারই প্রথম তারা তিনজন একসঙ্গে অভিনয় করেছেন। এছাড়া অপূর্ব ও মেহজাবিন সম্প্রতি সুস্মিতা আনিসের গানে তানিম রহমান অংশুর নির্দেশনায় মডেল হয়েছেন। নওশীন সপ্তাহে তিনদিন ‘রেডিও আম্বার’র সকালের শো ‘এক কাপ চা’ অনুষ্ঠানটি করছেন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। এছাড়া এই রেডিও চ্যানেলেটির অনুষ্ঠান পরিচালক তিনি। তার অভিনীত নতুন ধারাবাহিক হচ্ছে অসীম গোমেজের ‘উথাল তরঙ্গ’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ