Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোন প্রকাশ করল বুশরার মিউজিক ভিডিও এবং অডিও

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জিপি মিউজিকে প্রতিশ্রুতিশীল শিল্পী বুশরা শাহরিয়ারের ‘ভালোবাসার বাংলাদেশ’ গানটির ভিডিও ও অডিও উন্মোচন করল গ্রামীণফোন। শুধুমাত্র গ্রামীণফোনের জিপি মিউজিক প্ল্যাটফর্মে গানটির অডিও ও ভিডিও সংস্করণ পাওয়া যাবে। সঙ্গীতপ্রেমীদের জন্য গানটির ভিডিও নিয়ে এসেছে ইউরো কোলা এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা নোমান রবিন। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রামীণফোনের সিইও পিটার ফারবার্গ, সিএমও ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, ইউরো কোলা, ডায়মন্ড ওয়ার্ল্ড, রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনের প্রতিনিধিগণ, জুয়াও পেদ্রো প্রেসিপি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিগণ। প্রতিমন্ত্রী জুনায়েদ পলক বলেন, মুক্তির মাসে এই দেশাত্মবোধক গান গাওয়ার জন্য শিল্পীকে ধন্যবাদ দেন। বিনোদন এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে এবং জিপি মিউজিকের মতো প্ল্যাটফর্মগুলো শিল্পীদের তাদের আয়ের যথাযথ ভাগ দিচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সালে যাত্রা শুরু করা জিপি মিউজিক বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম। এ মুহূর্তে ২৫ লাখের বেশি জিপি মিউজিক ব্যবহারকারীর জন্য প্ল্যাটফর্মটিতে ১ লাখ বাংলা গানের কালেকশন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণফোন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ