প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টিভি অভিনেত্রী শিবাঙ্গী জোশি বলেছেন, সিরিয়ালে বিয়ের দৃশ্যে অংশ নিতে গিয়ে আনন্দ পেয়েছেন তবে সহসাই তিনি বিয়ে করছেন না। তিনি তার অভিনীত ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর একটি দৃশ্যে অভিনয়ের সূত্র ধবে এই মন্তব্য করেন।
স্টার প্লাসের উল্লিখিত সিরিয়ালটিতে অচিরেই এই বিয়ের দৃশ্যটি দেখান হবে। সম্প্রতি বিকানেরে এই দৃশ্যটির চিত্রায়ন হয়েছে। শিবাঙ্গী সিরিয়ালটিতে নায়রার ভূমিকায় অভিনয় করেন।
“মনে হচ্ছিল যেন আসলেও বিয়ে হচ্ছে। এমন একটা সময় এসেছিল লালগড় প্রাসাদে উপস্থিত পর্যটকরা ধারণা করেছিল আসলেও কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সিরিয়ালে আমার চরিত্রের বিয়ে যে খুব জাঁকজমকের সঙ্গে হয়েছে তারই নজির এটি,” শিবাঙ্গী বলেন।
তিনি আরো বলেন : “আমাকে ২০ দিন বিয়ের পোশাক পরে থাকতে হয়েছিল আর এটি আমার সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা। আমার আসল বিয়ের জন্য সময় লাগবে। আমার বিদায় দৃশ্যের জন্য আমি যতটা কেঁদেছি নিশ্চিত করে আসল বিয়ের সময় এতটা কাঁদব না।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।