Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিটের কারণে ফ্রান্সের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না : উইলিয়াম

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট দুই দিনের সফরে ফ্রান্স গেছেন। তাদের স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দ। তাদের এই সফরের উদ্দেশ্য হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বিদায় নিলেও ফ্রাংকো-ব্রিটিশ সম্পর্ক যে অটুট থাকবে তা গুরুত্বের সঙ্গে তুলে ধরা। উল্লেখ করার বিষয় হলো প্রিন্সের মা প্রিন্সেস ডায়ানা ডডি আল-ফায়েদসহ ১৯৯৭ সালের আগস্ট মাসে প্যারিসের একটি টানেলে দুর্ঘটনায় নিহত হওয়ার পর উইলিয়ামের এটাই হলো প্রথম প্যারিস সফর। ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন সূত্রে জানানো হয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট ওঁলান্দ হাস্যোজ্জ্বল উইলিয়াম ও তার স্ত্রী কেটকে এলিসি প্রাসাদে স্বাগত জানান। সেখানে তারা সিরিয়া ইস্যু, সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং দ্বি-পাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেন। এক সংবর্ধনায় উইলিয়াম দুই দেশের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে বলেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও দুই দেশের পার্টনারশিপ বজায় থাকবে। আমাদের গভীর বন্ধুত্ব এবং আমাদের সহযোগিতা কখনো পরিবর্তন হবে না। গত জুনের নির্বাচন অনুসারে ব্রিটেন দুই বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ফ্রান্সের একটা প্রভাবও রয়েছে এর উপর। নিউজ অস্ট্রেলিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ