Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ার চার্চে সহস্রাধিক শিশু যৌন নিপীড়নের শিকার

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় ক্যাথলিক যাজকদের দ্বারা শিশু যৌন নিপীড়নের ঘটনা অহরহ হয়ে থাকে। এর প্রতিকারে অস্ট্রেলিয়ার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত রয়্যাল কমিশন ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ফলশ্রæতিতে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ১৯৮০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে যাজকদের দ্বারা ১১ শতাধিক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে অভিযোগ করেছে এ কমিশন। তাদের দাবি, যেসব শিশুদের বয়স ১১ বছরের মধ্যে তারাই বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। তদন্তে অস্ট্রেলিয়ান ক্যাথলিক চার্চকে এর দায়ে ২১২ মিলিয়ন মার্কিন ডলার ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ ঘটনায় মেলবোর্নের আর্চবিশপ ফিলিপ ফেরেইরা দুঃখ প্রকাশ করেছেন। প্রতিবেদনটিতে আরো দেখা গেছে, অস্ট্রেলিয়ার ৭ শতাংশ ক্যাথলিক যাজক শিশুদের যৌন নিপীড়ন করেছেন। রয়্যাল কমিশন স্কুল, শিশুদের খেলার জায়গা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে তাদের তদন্ত কাজ চালায়। কমিশন ১৯৫০ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে এক ভয়ঙ্কর তথ্য উঠে আসে। রয়্যাল কমিশন যৌন নিপীড়নের শিকার কয়েক হাজার ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানতে পারেন যে, গত ৬ দশকে ক্যাথলিক চার্চে প্রায় সাড়ে ৪ হাজার শিশু নির্যাতনের শিকার হয়েছে। কমিশনের প্রধান আইনজীবী গেইল ফারনেস জানিয়েছেন, অস্ট্রেলিয়াজুড়ে যৌন নিপীড়নের অভিযোগে এক হাজারেরও বেশি ক্যাথলিক প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। যৌন নিপীড়নের ঘটনাগুলো প্রায় একই রকম। এমনকি অভিযুক্তদের ব্যাপারে কোনো তদন্ত হয়নি এবং যাজক ও ধর্মীয় ব্যক্তিরা ফলে নিজেদের পথে এগিয়ে গেছে। গির্জার প্রশাসন বা সমাজ তাদের অতীত সম্পর্কে কিছুই জানতে পারেনি। গালফ নিউজ, বিবিসি ও রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ