মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে ভয়াবহ বিমান হামলায় ৪২ জন মুসল্লি নিহত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগণ এই ঘটনায় তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে। তারা এ ব্যাপারে একটি ভিডিও ফুটেজকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে এতে তাদের জঙ্গিবিমানের কোনো ভূমিকা নেই। ওই এলাকায় একটি কমিউনিটি হলে সমবেত সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা স্বীকার করলেও পেন্টাগন ঘটনার নিকটবর্তী মসজিদে কোনো হামলা চালায়নি বলে দাবি করেছে। কিন্তু ঘটনার ব্যাপারে যে ফুটেজ পাওয়া গেছে তাদের পেন্টাগনের দাবির সত্যতা পাওয়া যায় না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিরিয়ার আলেপ্পো-ইদলিম সীমান্ত এলাকার গ্রামে নামাজের সময় একটি মসজিদে বিমান হামলা চালানো হলে তাতে ৪২ জন মুসল্লির মর্মান্তিক মৃত্যু হয়। প্রাথমিকভাবে রাশিয়া কিংবা সিরিয়ার সরকারি বাহিনীকে সন্দেহ করা হলেও পরে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলে প্রমাণ পাওয়া যায়। কেননা, ঘটনার অদূরে ধ্বংসস্তূপের মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ক্ষোপণান্ত্রের অবশেস পাওয়া গেছে এবং এ থেকেই মনে করা হচ্ছে যে হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। সূত্র : আর টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।