মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন বাস্তবায়নকারী সংস্থা মার্কিন সিক্রেট সার্ভিসের একটি ল্যাপটপ চুরি হয়েছে। গত বৃহস্পতিবার নিউইয়র্কে সংস্থাটির এক সদস্যের গাড়ি থেকে চুরি হওয়া ল্যাপটপটিতে মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের নকশাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। ব্রæকলিনের বাথ বিচ এলাকায় ওই নারী কর্মীর গাড়িকে লক্ষ্য করা হয়েছিল বলে জানিয়েছে এবিসি নিউজ। এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, তাদের এক কর্মীর কাছ থেকে ল্যাপটপ চুরি হয়ে গেছে। তবে ল্যাপটপটিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, ল্যাপটপটি এনক্রিপশন দিয়ে সুরক্ষিত এবং কোনো স্পর্শকাতর গোপন তথ্য নেই। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ল্যাপটপটিতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির তদন্ত বিষয়ক কিছু তথ্য সেখানে ছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ল্যাপটপটি উদ্ধার করার চেষ্টা করছে। সিবিএস নিউজ জানায়, পোপ ফ্রান্সিসকে নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এক পুলিশ কর্মকর্তার বরাতে নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, ল্যাপটপটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, ল্যাপটপটিতে ডোনাল্ড ট্রাম্প, ক্লিনটন ক্যাম্পেইন ও জাতিসংঘের সাধারণ পরিষদের অ্যাসাইনমেন্ট নথিগুলোও ল্যাপটপের সঙ্গে চুরি হয়েছে। গাড়িতে একটি ব্যাগের ভেতর সব ছিল। ব্যাগ পাওয়া গেলেও ল্যাপটপ উদ্ধার করা যায়নি। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।