Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলেই আন্তর্জাতিক বিমান বন্দর চাই-গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে যৌক্তিক কারণেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও এলাকাবাসীকে সর্ম্পৃক্ত করে জনমত গড়ে তুলতে হবে। অতীতে একটি স্বার্থান্বেষী মহলের বিরোধিতার মুখে আড়িয়াল বিলে বিমান বন্দর স্থাপনের কার্যক্রম স্থগিত রয়েছে। দেশি-বিদেশী ষড়যন্ত্রের মুখেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজ সম্পন্ন করতে যাচ্ছেন। উন্নয়নবিরোধী কোনো অপশক্তিই বিমান বন্দর নির্মাণে বাধা দিয়ে সফল হতে পারবে না। দেশ ও জনগণের স্বার্থে আড়িয়াল বিলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দরের কাজ শিগগিরই শুরু করবেন ইনশাআল্লাহ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের কাগজের উদ্যোগে আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর চাই শীর্ষক গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ একথা বলেন। দৈনিক মুন্সীগঞ্জের সম্পাদক মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, মুন্সীগঞ্জের এলাকার জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাগুপ্তা ইয়াসমিন এমিলী এমপি, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সল আহমদ বিপ্লব, সাবেক এমপি সাহেদা তারেক দিপ্তী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোলাম সরওয়ার কবির, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য শামসুল ইসলাম, সাবেক সচিব এ এফ এম মতিউর রহমান, মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের মহাসচিব জাহাঙ্গীর খান বাবু, যুব লীগের প্রেসিডিয়াম সদস্য জাকির খান, গজারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ড. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম, ড. মনিরুজ্জামান ভূইয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রব মোল্লা, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ও নাজির। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, একটি স্বার্থান্বেষী মহল অতীতে আড়িয়াল বিলে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক বিমান বন্দর নিমার্ণে ষড়যন্ত্রের মাধ্যমে বাধা সৃষ্টি করেছে। দেশি-বিদেশি স্বার্থান্বেষীর মহল বিশ্ব ব্যাংকের মাধ্যমেও পদ্মা সেতু নির্মাণে বাধা সৃষ্টি করে ঠেকিয়ে রাখতে পারেনি। ইনশাআল্লাহ আড়িয়াল বিলেও কেউ ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান বন্দর নির্মাণে আটকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, এখন আড়িয়াল বিলে ভূমি দস্যুরা সাইন বোর্ড লাগিয়ে শত শত একর জমি দখল করে নিচ্ছে এতে সরকার ও বিমান বন্দর বিরোধিরাও বাধা দিচ্ছে না। প্রখ্যাত সাংবাদিক ওমর ফারুক বলেন, আড়িয়াল বিল কারো পৈত্রিক সম্পত্তি নয়। অধিকাংশ জমিই খাস। তিনি বলেন, রাষ্ট্রই দেশের সমস্ত জমির মালিক। সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গাই অধিগ্রহণ করে বিমান বন্দর তৈরি করতে পারেন। এমপি মৃণাল কান্তি দাস বলেন, অতীতে অনেকেই উস্কানি দিয়ে বিমান বন্দর নিমার্ণে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তিনি সকল রাজনৈতিক দলমত সকলকে সর্ম্পৃক্ত করে আড়িয়াল বিলেই বিমান বন্দর নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। বৈঠকে আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর চাই শীর্ষক স্মারক উপস্থাপন করেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পাদক মোহাম্মদ আরফিন। আড়িয়াল বিলে বিমান বন্দর নির্মিত হলে দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের দাবীতে গণস্বাক্ষর, লিফলেট বিতরণ, মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়।



 

Show all comments
  • Amir ১৯ মার্চ, ২০১৭, ১০:৫৬ পিএম says : 0
    Madaripur er charjanajat e bongo bondu antor: biman bondor chai.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুন্সীগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ