Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলমন্ত্রীর নামে ফুটবল টুর্নামেন্ট

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রেলমন্ত্রী মুজিবুল হকের নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ওই মাঠে খেলাটির উদ্বোধন করেন রেলমন্ত্রীর সহধর্মীনি অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি শাহ আলম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবালসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীবৃন্দ।
উদ্বোধনী খেলায় বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থা ও বিবির বাজার খেলাঘর অংশগ্রহণ করে। খেলাটি দেখতে দূর-দূরান্তের অসংখ্য দর্শকের ভিড় ছিল লক্ষণীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলমন্ত্রী

৩১ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ