বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : মানুষ হল আশরাফুল মকলুকাদ। সবাই মর্যাদার অধিকারী। মানুষরা টেকসই উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়নে কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং আইডিএফ কাজ করে যাচ্ছে। গতকাল (শনিবার) কাপ্তাই উপজেলা ওয়াগ্গা মারমাপাড়া এলাকায় প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধনকালে প্রধান অতিথি ও পিকেএসএফ সভাপতি প্রখ্যাত অর্থনীতিবিদ ডঃ কাজী খলীকুজ্জমান আহমেদ উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বিশটি প্রবীণ কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র কাপ্তাই উদ্বোধন করা হল। এ ধরনের প্রবীণ কেন্দ্র বাংলাদেশের মধ্যে আরো পঞ্চাশটি করা হবে। সমৃদ্বির কর্মসূচিত আওতায় এ প্রবীণ কেন্দ্রে প্রবীণদের চিত্ত-বিনোদনের জন্য টিভি, ক্যারাম, পত্রিকা, স্বাস্থ্য, সুপেয় পানি, বিভিন্ন খেলাধুলা থাকবে। তিনি প্রবীণদের উদ্দেশে বলেন, নিজেদের অধিকার ন্যায়ভাবে আদায় করতে হবে। কাউকে ক্ষতি করে নয়। সেই সঙ্গে সকল প্রবীণকে মাদকমুক্ত থাকতে হবে। পিকেএসএফ এর আর্থায়নে আইডিএফ প্রায় দু’লাখ টাকা ব্যয়ে নবনির্মিত প্রবীণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। প্রতি মাসে এ পাড়ার ৭৫ জন প্রবীণকে পাঁচশত টাকা করে প্রবীণ ভাতা প্রদান করা হবে। প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তংচঙ্গ্যা, অরুন তালুকদার হেডম্যান, প্রবীণ দিপ্তীময় তালুকদার সভাপতি প্রবীণ কমিটি, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, পিকেএসএফ ডিএমডি ড. জসিম উদ্দিন, বিকেএসএফ মহাব্যস্থাপক মশিউর রহমান, ঢাবি প্রাক্তন প্রফেসার জাহিদা আহমেদ, আইডিএফ নির্বাহী পরিচালক জহিরুল আলম, কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্তসহ এলাকার সকল ইউপি সদস্য, প্রবীণ ব্যক্তি ও আইডিএফ সকল কর্মকার্তাগ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।