Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ব্যাংক ও ইউরোমানির গোলটেবিল বৈঠক

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সিটি ব্যাংক সম্প্রতি বিশ্বের অন্যতম প্রধান আর্থিক প্রকাশনা প্রতিষ্ঠান ইউরোমানির সহযোগিতায় ‘প্রবৃদ্ধির জন্য দিকনির্দেশনা’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনার আয়োজন করেছে। এই গোলটেবিল আলোচনার উদ্দেশ্য ছিল বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং সম্ভাবনাসমূহ স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিটি ব্যাংক ইউরোমানির সাথে এই গোলটেবিলের আয়োজন করল। এ আলোচনার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আলোচনায় আরো অংশগ্রহণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বিএসপি, এনডিসি, পিএসসি; ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ; সিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান; এপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী; সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিসটিংগুইশড্ ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান; মাইক্রোসফ্্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও বেসিসের পরিচালক সোনিয়া বশীর কবির; গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দীলিপ পাল এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন। আলোচনায় সঞ্চালকের ভ‚মিকা পালন করেন ইউরোমানির এশিয়া অঞ্চলের সম্পাদক ক্রিস রাইট। আলোচনায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশের টেকসই ও অগ্রগামী অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন অবকাঠামো, রফতানি সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ, সামাজিক উন্নয়ন এবং আর্থিক বাজারের বিকাশ। এই গোলটেবিল আলোচনার প্রতিবেদন প্রকাশিত হবে ইউরোমানির এপ্রিল ২০১৭ সংখ্যায়, যেটি প্রকাশ করা হবে জাপানের ইয়োকোহামা শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভায় ইউরোমানির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ