নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শ্রীলংকা : ৩৩৮ ও ২৬৮/৮
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৭
(চতুর্থ দিন শেষে)
শামীম চৌধুরী, কলম্বো (শ্রীলংকা) থেকে : দেশের হয়ে শততম টেস্টে জয়ের রেকর্ড তিনটি। অস্ট্রেলিয়া, পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের আছে এমন কৃতী। শততম টেস্ট জয় দিয়ে উদ্যাপনের আবহ পাচ্ছে এখন বাংলাদেশ শ্রীলংকার অভিষেক টেস্ট ভেন্যুতে। যে ভেন্যুতে অতীতের তিনটি ম্যাচে ইনিংস হার ছিল নিয়তি, সেই ভেন্যুতে প্রথম ইনিংসে ১২৯ রানের লিড থেকে স্বপ্ন দেখা শুরু- চতুর্থ দিনে শ্রীলংকাকে ১৩৯ রানের বেশি লিড নিতে না দিয়ে নিজেদের কাজটা একটু এগিয়েই রেখেছে বাংলাদেশ। লাঞ্চের পর মুস্তাফিজুরের এক স্পেলে (৭-১-২৪-৩) শ্রীলংকাকে ম্যাচ থেকে ছিটকে ফেলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।
কি হয়নি এই দিনে? সারা দিন শ্রীলংকাকে ২১৪’র বেশি নিতে না দেয়া অধিনায়ক মুশফিক এদিন টেস্টে ডিসমিসালের সেঞ্চুরি করেছেন পূর্ণ। দেশের হয়ে টেস্টে ম্যাচে সর্বাধিক ৫ ক্যাচের রেকর্ডটা গড়েছেন সৌম্য সরকার। এতেই ঢাকা পড়েছে প্রতিপক্ষের টপ অর্ডার করুনারতেœর প্রতিরোধ সেঞ্চুরি (১২৬)। ১৪৩/১ থেকে লন্ডভন্ড হওয়া দলটি এদিন সাকিব-মুস্তাফিজে এতোই বিপর্যন্ত যে, অবশিষ্ট ৯৮ রানে নেই তাদের ৮ উইকেট! লাঞ্চের পরের ঘণ্টায় ৫০ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা শ্রীলংকাকে এখন জয়ের আশা ছেড়েই দিতে হচ্ছে।
তারপরও চতুর্থ ইনিংস বলে কথা, যে চ্যালেঞ্জে বাংলাদেশের জয় মাত্র ২টি। ২০১৪ সালে ঢাকা টেস্টে জিম্বাবুয়ের ১০১’র চ্যালেঞ্জে জয় মাত্র ৩ উইকেটে, ২০০৯ সালে গ্রেনাডায় ২১৫’র টার্গেটে ৪ উইকেটে জয়টাই সর্বোচ্চ। সে কারণে পি সারা ওভালে চতুর্থ ইনিংসের চ্যালেঞ্জটা কিছুটা হলেও ভাবাচ্ছে বাংলাদেশকে। শ্রীলংকার শেষ ২টি পার্টনারশিপে স্বাগতিক দলের পুঁজির উপর নির্ভর করছে বাংলাদেশের টার্গেট। তবে চতুর্থ ইনিংস বলে কথা, যে চ্যালেঞ্জে বাংলাদেশের জয় মাত্র ২টি। ২০১৪ সালে ঢাকা টেস্টে জিম্বাবুয়ের ১০১’র চ্যালেঞ্জে জয় মাত্র ৩ উইকেটে, ২০০৯ সালে গ্রেনাডায় ২১৫’র টার্গেটে ৪ উইকেটে জয়টাই সর্বোচ্চ। সে কারণে পি সারা ওভালে চতুর্থ ইনিংসের চ্যালেঞ্জটা ভাবাচ্ছে বাংলাদেশকে। সেঞ্চুরি ম্যাচে সাকিবের সেঞ্চুরি (১১৬), ডেব্যুটেন্ট মোসাদ্দেকের ফিফটি (৭৫) তে প্রথম ইনিংসে বড় লিডকে জয়ের আবহ দিয়েছে মুস্তাফিজ, সাকিবের বল। শ্রীলংকার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেতে বাংলাদেশের সবার চোখ এখন নিবিষ্ট থাকছে কলোম্বোর পি সারা ওভালের দিকে।
লক্ষ্যটা আরো সহজ হতে পারত। দিনের শেষ বলে নবম জুটির ৩০ রানের পার্টনারশিপ ভেঙে দিয়ে ৫ম দিনে খোশ মেজাজেই নামতে পারতো বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ বলটির ব্যবচ্ছেদ করতে হচ্ছে। আলোচনায় মোসাদ্দেকের ডেলিভারিতে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ! নিশ্চিত আউট ধরে নিয়ে ড্রেসিংরুমের দিকে যাত্রা করেছেন যখন, তখন মাথা ঝুঁকে আম্পায়ার আলীম দার নিজে সন্দিহান, তাতেই রিভিউ আপিলে সাব্বিরের নেয়া ক্যাচটি নট আউটে হলো গণ্য! এবং তা নিয়ে যে নাটক মঞ্চস্থ করলেন আলীম দার, তা নিয়ে উঠল প্রশ্ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।