গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি অপসারণের দাবিতে আগামী ১৫ এপ্রিল গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠক গতকাল বাদ মাগরিব দলীয় কার্যালয়ে যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশ সফলের জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমাদের এ আন্দোলন ঈমানী আন্দোলন। প্রতিটি মুসলমানের ঈমানী আন্দোলনে শরীক হওয়া কর্তব্য। মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মূর্তি অপসারণ না হলে পরিণতি ভালো হবে না। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।