Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৬তম র‌্যাযি বিজয়ীরা

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নিকৃষ্টতম চলচ্চিত্র : ‘ফ্যান্টাস্টিক ফোর’ এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’।
নিকৃষ্টতম পরিচালক : জশ ট্র্যাঙ্ক (‘ফ্যান্টাস্টিক ফোর’)।
নিকৃষ্টতম অভিনেতা : জেমি ডরন্যান (‘ফিফটি শেডস অফ গ্রে’)।
নিকৃষ্টতম অভিনেত্রী : ডেকোটা জনসন (‘ফিফটি শেডস অফ গ্রে’)
নিকৃষ্টতম পার্শ্ব অভিনেতা : এডি রেডমেইন (‘জুপিটার অ্যাসেন্ডিং’)।
নিকৃষ্টতম পার্শ্ব অভিনেত্রী : কেলি কুওকো (‘অ্যালভিন অ্যান্ড চিপমাঙ্কস : দ্য রোড চিপ’ ফিল্মের ভয়েস এবং ‘দ্য ওয়েডিং রিঙার’ ফিল্মে অভিনয়)।
নিকৃষ্টতম পর্দা সমন্বয় : জেমি ডরন্যান এবং ডেকোটা জনসন (‘ফিফটি শেডস অফ গ্রে’)।
নিকৃষ্টতম প্রিকুয়েল, রিমেক, রিপ-অফ (নকল) এবং সিকুয়েল : ‘ফ্যান্টাস্টিক ফোর’।
নিকৃষ্টতম চিত্রনাট্য : কেলি মার্সেল (‘ফিফটি শেডস অফ গ্রে’) ই. এল. জেমসের উপন্যাস অবলম্বনে।
র‌্যাযিস রিডিমার অ্যাওয়ার্ড (যে আগেও এই পুরস্কার পেয়েছে) : সিভেস্টার স্ট্যালোন (২০১৫’র ‘ক্রিড’ চলচ্চিত্রের জন্য অলটাইম র‌্যাযি চ্যাম্পিয়ন)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩৬তম র‌্যাযি বিজয়ীরা

২৯ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ