মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও মারকেলের বৈঠকে ন্যাটো ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া তাদের দু’জনের মধ্যে কিছুটা হলেও মিল খুঁজে পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যেমন করে অ্যাঙ্গেলা মারকেলের ফোনে নজরদারি চালিয়েছেন তেমন করে তার মোবাইলেও নজরদারি চালিয়েছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্র সফররত মারকেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের মধ্যে অন্তত কিছু বিষয়ে মিল রয়েছে। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে দুই নেতার পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়। হোয়াইট হাউস থেকে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে বৈঠক পিছিয়ে দেয়া হয়েছে।
খবরে বলা হয়, উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে এবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন জার্মান চ্যান্সেলর। ওই প্রতিনিধি দলে রয়েছেন সিমেন্স, স্কায়েফার এবং বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএমডবিøউ’র মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা। বাণিজ্য, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে পরস্পরের বিপরীত অবস্থানে থাকা দুই নেতার মধ্যে এটা প্রথম মুখোমুখি সাক্ষাৎ। যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির বিরাট বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের উষ্মা লাঘব করতে জার্মান চ্যান্সেলর তার সফরসঙ্গী হিসেবে সিমেন্স ও বিএমডবিøউর প্রধান নির্বাহীদের বেছে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মানির কোম্পানি দুটি যুক্তরাষ্ট্রে কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্প বাণিজ্য উদ্বৃত্ত থাকা জার্মানির মতো দেশগুলোর ওপর চড়া আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
সম্প্রতি টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি নির্বাচিত হওয়ার এক মাস আগে পূর্বসূরি বারাক ওবামা তার টেলিফোনে আড়ি পেতেছিলেন। ওবামা’র সমালোচনা করে টুইটারে দেওয়া ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভয়ঙ্কর! মাত্র আবিষ্কার করলাম, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের কয়েক দিন আগে আমার ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পাতেন ওবামা। কিন্তু কিছুই পাওয়া যায়নি। টুইটারে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, কতটা নিচু হলে অত্যন্ত পবিত্র নির্বাচনি প্রক্রিয়ার সময় ওবামা আমার টেলিফোনে আড়ি পাততে পারেন। এটা নিক্সন/ওয়াটারগেট কেলেঙ্কারির মতো ঘটনা। ট্রাম্পের এমন দাবির পর বারাক ওবামা’র মুখপাত্র কেভিন লুইস বলেছেন, ফোনে আড়িপাতা সংক্রান্ত ট্রাম্পের দাবি ডাহা মিথ্যাচার। ডোনাল্ড ট্রাম্প নিজেও অবশ্য দাবির সমর্থনে কোনও প্রমাণ দেখাতে পারেননি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সিনেট ইনটেলিজেন্স কমিটির পক্ষ থেকেও ট্রাম্পের দাবিটি প্রত্যাখ্যান করা হয়। সিনেট ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটের রিচার্ড বুর এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন। কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নারের সঙ্গে দেওয়া ওই যৌথ বিবৃতিতে বলা হয়, আমাদের হাতে আসা তথ্যের ভিত্তিতে দেখা গেছে ২০১৬ সালের নির্বাচনের আগে কিংবা পরে ট্রাম্প টাওয়ার যুক্তরাষ্ট্র সরকারের নজরদারির বিষয়বস্তু ছিল না।
এর আগে বৃহস্পতিবার সকালে হাউস স্পিকার পল রায়ানও বলেছেন, এ ধরনের কোনও আড়িপাতার ঘটনা ঘটেনি। তবে ট্রাম্প এখনও তার বিশ্বাসেই অটল রয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ২০১৩ সালে অভিযোগ উঠেছিল যে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের মোবাইল ফোনে ১০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র আড়ি পেতে আসছে। যুক্তরাষ্ট্রের গোয়ন্দো সংস্থা এনএসএর (জাতীয় নিরাপত্তা সংস্থার) গোপন নথির বরাত দিয়ে জার্মানির সাময়িকী দের স্পিগেল এ খবর জানায়। নথিতে দেখা যায়, চ্যান্সেলর হওয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির তালিকায় মারকেলের নাম রয়েছে। সেসময় আরেকটি পত্রিকা দাবি করে, মারকেলের ফোনের নজরদারির কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও জানতেন। বিবিসি, রয়টার্স, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।