Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাজক পেলেন পাঁচ কোটি ডলারের হীরা

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিয়েরা লিয়নে কর্মরত এক খ্রিস্টান যাজক প্রায় পাঁচ কোটি ডলার মূল্যের একটি হীরা উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে ৭০৬ ক্যারটের ওই হীরাটি বিশ্বের ১০তম বৃহৎ হীরা। সিয়েরা লিয়নের পূর্বে কোনো অঞ্চলে কাজ করতেন ইমানুয়েল মোমোহ নামের ওই যাজক। তিনি খনিতে কাজ করার সময় ওই হীরাটি পান। তবে হীরাটি তিনি সিয়েরা লিয়নের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি। বরং তিনি এটি দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমার কাছে হস্তান্তর করেছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দাম যাচাইয়ের পর হীরাটি স্বচ্ছ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে। বিক্রির পর মোমোহ তার দামের অংশ পাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এই হীরাটি বিশ্বের ১০তম বৃহৎ হীরা। এর দাম প্রায় পাঁচ কোটি ডলার হতে পারে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ