মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ১৯৯২ সালে সাহিত্যে নোবেলজয়ী ক্যারিবীয় কবি ও নাট্যকার ডেরেক ওয়ালকট দীর্ঘদিনের অসুস্থতার পর সেন্ট লুসিয়া দ্বীপে তার নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। সমালোচকদের কাছে ক্যারিবীয় কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবে সম্মান পেয়েছিলেন তিনি। ১১৯২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং ২০১১ সালে কবিতার জন্য পান টিএস ইলিয়ট পুরস্কার। ১৯৯০ সালে তিনি হোমারীয় মাহাকাব্য ওমেরজ নিয়ে কাজ করেন। এটি তার বৃহৎ অর্জন হিসাবে বিবেচিত। তার এ বইটি ওই বছরের সেরা বইয়ের স্বীকৃতি পেয়েছিল। ২০১১ সালে হুয়াইট ইগ্রেটস কাব্যগ্রন্থের জন্য টিএস ইলিয়ট পুরস্কার পান তিনি। ডেরেক ওয়ালকট ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজ এ সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিজে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব কাটান। জ্যামাইকার ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন তিনি। স্নাতক ডিগ্রি লাভের পর ১৯৫৩ সালে ওয়ালকট ত্রিনিদাদে চলে যান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।