মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সীমান্তে তৈরি বিভিন্ন শরণার্থী শিবিরে শিপিং কন্টেইনারের মধ্যে সব আশ্রয়প্রার্থী শরণার্থীদেরকে রাখার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে তাদের সীমান্ত এলাকায় কন্টেইনার ক্যাম্প তৈরির কাজও শুরু করেছে। মার্চের শেষ নাগাদই হাঙ্গেরি সরকার সব আশ্রয়প্রার্থীসহ, শরণার্থীদের পরিবার এবং পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়া কিশোরদেরও সেখানে আটকে রাখার পরিকল্পনা করেছে। শরণার্থীদেরকে আটক করা এবং ওইসব কন্টেইনারে আটকে রাখার জন্য একটি নতুন আইন কাজে লাগাবে হাঙ্গেরি। আর বেশিরভাগকেই সীমান্তের অপর পারের সার্বিয়ায় ফেরত পাঠানো হতে পারে। হাঙ্গেরি বর্তমানে দেশের দক্ষিণের একটি আটককেন্দ্রে শরণার্থীদের আটকে রেখেছে। এসব শরণার্থীদের বেশিরভাগই পাকিস্তান, আফগানিস্তান এবং সিরিয়ার। শরণার্থীদের ভাষ্য, তারা অপরাধী নয়, সন্ত্রাসী নয়, তারা শরণার্থী। আটককেন্দ্রে কোনও মানবাধিকার নেই। এটি আসলে কারাগার। শরণার্থীদের সঙ্গে পশুর মত ব্যবহার করা হচ্ছে। ইউরোপীয় মানবাধিকার আদালত সম্প্রতি শরণার্থীদের প্রতি হাঙ্গেরির আচরণের বিরুদ্ধে রায় দিয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।