মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনারের পরিবারের মালিকানাধীন একটি রিয়েল এস্টেট কোম্পানি চীনের একটি কোম্পানির কাছ থেকে ৪০০ কোটি ডলারের বেশি অর্থ নিচ্ছে। এ অর্থে নিউইয়র্কের অভিজাত এলাকা ম্যানহাটনে অফিসের জন্য ব্যবহৃত বহুতল ভবন নির্মাণ করা হবে। কুশনারের কোম্পানি চীনের আনবাং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে এ চুক্তি করেছে। চীনা কোম্পানির অর্থে ম্যানহাটনে ৪১ তলা বিশিষ্ট অফিস টাওয়ার নির্মিত হবে। চীনের সঙ্গে মার্কিন প্রশাসনের চলমান বাণিজ্য বিরোধের মাঝেই দেশেটি থেকে প্রেসিডেন্টের জামাতার কোম্পানির বিপুল বিনিয়োগ নেয়াকে বিশ্লেষকরা ক্ষমতার অপপ্রয়োগ হিসেবে দেখছেন। আইনজীবী জোশুয়া স্টেইন বলেন, এটা বিশাল বিনিয়োগ। একটা অফিস ভবনের জন্য অর্থের পরিমাণটা অনেক। এটা কুশনার ও তার গ্রæপের জন্য অনেক বড় একটি প্রকল্প। প্রেসিডেন্টের পরিবারের সদস্য হিসেবে এটি তার ব্যবসায়িক সাফল্য। আনবাং গ্রæপের সঙ্গে চীনের রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে খবর ছড়িয়েছে। এমন একটি কোম্পানির সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা সম্পর্কে সমালোচনা দেখা দিবে এটাই স্বাভাবিক। তবে কুশনারের কোম্পানির মুখপাত্র জেমস ওলেস জানান, কুশনার ইতিমধ্যে এ প্রকল্পে থাকা তার অংশের শেয়ার বিক্রি করে দিয়েছেন। তাই সরকারি পদে থেকে ব্যবসায়িক স্বার্থ রক্ষা সংক্রান্ত বিরোধের মুখে তাকে পড়তে হবে না। এ যুক্তিকে প্রভাবশালী ব্যক্তিদের পারিবারিক ব্যবসা সংক্রান্ত স্বার্থ রক্ষার পুরনো কৌশল বলে মন্তব্য করেছেন ক্যাম্পেইন লিগাল সেন্টার নামক প্রতিষ্ঠানের জেনারেল কাউন্সেল ল্যারি নোবেল। চীনা কোম্পানি আনবাংয়ের মালিকানা নিয়ে কিছুই জানা যায় না। এমনকি কোম্পানির ওয়েবসাইটেও এর শেয়ার হোল্ডারদের কোনো তথ্য দেয়া নেই। ১৩ বছর আগে কোম্পানিটির যাত্রা শুরু। প্রাথমিকভাবে দেশের বাজারেই কোম্পানিটি কার্যক্রম পরিচালনা করত। ২০১৪ সালে নিউইয়র্কের বিখ্যাত ওয়ালড্রফ অ্যাস্ট্রোরিয়া হোটেল কিনে নেয়ার মধ্য দিয়ে কোম্পানিটি আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করে। বøুমবার্গ, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।