Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসরকারি বিনিয়োগে উৎসাহ চীনের

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বয়স্কদের যত্ম, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে রূপরেখা ঘোষণা করেছে চীন। এ বিষয়ে দেশটির জেনারেল অফিস অব স্টেট কাউন্সিলে একটি নথি প্রকাশ করা হয়েছে। রূপরেখায় বলা হয়, এ খাতগুলোয় বেসরকারি বিনিয়োগ একটি স্থিতিশীল ভূমিকা পালন করবে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে নতুন গতিশীলতা আনার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমন্বয় সাধনে সাহায্য করবে বেসরকারি বিনিয়োগ। এ কারণে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বেসরকারি বিনিয়োগের বিধি-নিষেধ শিথিল করা হবে এবং বেসরকারি ব্যবসা সংগঠিত করা হবে বলে রূপরেখায় বলা হয়। এছাড়া জনসেবা প্রকল্পের অর্থায়নের মাধ্যম প্রসারিত করা হবে। বাজার প্রক্রিয়ার অধীনে বন্ড মার্কেট, জামানতবিহীন অর্থায়ন ও শিল্প বিনিয়োগ তহবিল এর অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগকারীদের জমির ব্যবহার ও করারোপের ক্ষেত্রে ইতিবাচক নীতি গ্রহণ করবে দেশটি। চীনের বাজার তত্ত¡াবধান ব্যবস্থা উন্নত করা হবে বলেও রূপরেখায় উল্লেখ করা হয়। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ