Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত হাসপাতাল উদ্বোধনের অপেক্ষায়

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় নবনির্মিত ২৫০ শয্যা সরকারি হাসপাতাল ভবন শেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নবনর্মিতি এ হাসপাতাল ভবনটিতে আধুনিক মানের সেবা পাবে রোগীরা। আগামী জুন মাসে সরকারি এ হাসপাতাল ভবনটি আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করা হবে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত ভাবে নব নির্মিত হাসপাতালটি নির্মাণের ফলে স্বাস্থ সেবাই নওগাঁ এক ধাপ এগেিয় যাবে বলে মনে করছে স্থানীয়রা। নওগাঁর ১১টি উপজেলাসহ বহিরাগত রোগীরা এ হাসপাতালে চিকিৎসার জন্য ভীড় জমায়। কিন্তু র্বতমান ১শত শয্যা বিশিষ্ট নওগাঁ সরকারি হাসপাতালে নানা সঙ্কটে ভালো মানের সেবা পাচ্ছে না রোগীরা। ডাক্তার র্নাস প্রয়োজনীয় অবকাঠামোসহ বেড সঙ্কটে অনেক রোগীকে স্থানান্তর করতে বাধ্য হচ্ছে এখানকার দায়িত্বরত চিকিৎসকরা। এ অবস্থায় প্রেক্ষিতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার এ হাসপাতালটি ২০১৩ সালের নভেম্বর মাসে নির্মাণ কাজ শুরু হয়। র্বতমানে ৯০ ভাগ নির্মাণ কাজ শেষ পর্যায়ে আগামী জুনে নবনির্মিত এ ভবন উদ্বোধন করে সকল র্কাযক্রম চালু হবে বলে আশা করছে নির্মাণকারী প্রতিষ্ঠান। নওগাঁ গণর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাঁকি উল্লাহ জানান, সাততলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন ভবনের ভিতর ও বাইরে চুনকামসহ বাকী কাজ চলছে। তিনি আশা প্রাকাশ করে বলেন, আগামী জুনের মধ্যে ভবনের সব কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৮ তলা বিশিষ্ট এ হাসপাতাল ভবনটি হবে আধুনিক মানের। এখানে অপারশেন থিয়েটারসহ ডাক্তারদের বসার একাধিক কক্ষ থাকবে। প্রথম র্পযায়ে সাততলা পর্যন্ত বরাদ্ধ দেওয়া হয়েছে। এরপর আরো একতলা সংযোজন করা হবে। এর ফলে নির্মাণ ব্যয়সহ কাজের সময় কিছুটা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানায়। এ ভবন উদ্বোধন হলে জেলার স্বাস্থ্যসেবা আরো একধাপ এগিয়ে যাবে ও সুফল মিলবে বলে স্থানীয়রা জানায়। নওগাঁ জেলার সিভিল সার্জন ডা. রওশন আরা খানম জানান, এ হাসপাতাল নির্মাণের ফলে অনেক বেশি রোগী স্বাস্থ্য সেবার আওতায় আসবে। এমনকি নওগাঁসহ পার্শ্ববর্তী জেলার প্রায় ৪০ লাখ মানুষ ও এ হাসপাতালে সেবা পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ