Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ধর্ম অবমাননা বন্ধে ফেসবুকের কাছে সাহায্য চাইল পাকিস্তান

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা (বøাসফেমি) বন্ধে সংস্থাটির কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্ম অবমাননা বিষয়টি খতিয়ে দেখতে পাকিস্তানে একটি দল পাঠাতে সম্মতি জানিয়েছে ফেসবুক। গত বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার জানান, তিনি তার কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের পত্রিকা ডন-এর এক প্রতিবেদন অনুযায়ী নিসার বলেন, ফেসবুক ও এ ধরনের অন্য সংস্থাগুলোকে অবশ্যই ধর্ম অবমাননার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য আমাদের দেওয়া উচিত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ধর্ম অবমাননাকে কঠোরভাবে দমনের পক্ষে কথা বলেন। টুইটারে একটি পোস্টে ধর্ম অবমাননাকে একটি ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন। ধর্ম অবমাননার বিষয়টি পাকিস্তানে দিন দিন প্রকট আকার ধারণ করছে। এটি নিয়ে আলোচনা-সমালোচনারও শেষ নেই দেশটিতে। কোনো কোনো ক্ষেত্রে ধর্ম অবমাননার জের ধরে মৃত্যুদÐের আইনও রয়েছে সেখানে। অনেক সময় নাকি সংখ্যালঘুদের দমন করতে ওই আইন ব্যবহার করা হয় বলে দাবি অনেক সমালোচকের। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ