রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ব্যাংক লুটের চেষ্টার সময় র্যাবের গুলিতে এক ডাকাত নিহতের ঘটনার রেশকাটতে না কাটতেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের থানা রোডে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটের চেষ্টার আরো ২ ডাকাতকে গতকাল রোববার ভোর গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই পৌর এলাকার থানা রোডের সাবেক পৌর কাউন্সিলর শামীম রহমানের মালিকাধীন তৌহিদ ষ্টীল করপোরেশন (রড সিমেন্ট) বিক্রয় প্রতিষ্ঠানে গত শুক্রবার রাত ৩টার দিকে ৭-৮জনের একদল ডাকাত ওই প্রতিষ্ঠানের সাটারের তালা ভেঙ্গে মালামাল লুট করে ট্রাকে তুলতে ছিল। রাতে টহলরত থানার সেকেন্ড অফিসার এসএম আলমগীর হোসেন বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে ডাকাতদল তাদের ট্রাকটি নিয়ে দ্রুত ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে সাভারের দিকে পালিয়ে যেতে থাকে। এ সময় টহলরত পুলিশ ডাকাতদের পিছু নিয়ে সাভারের থানা এলাকায় গেলে ডাকাতরা ট্রাক থেকে লাফিয়ে পালাতে থাকলে পুলিশ তাদের লক্ষ করে ৮ রাউন্ড গুলি ছুড়ে। এক পর্যায়ে শাহীনুর নামের এক ডাকাতকে ধরতে সক্ষম হয়। এ সময় থানার সেকেন্ড অফিসার এস এম আলমগীর হোসেন, ড্রাইভার সাউথ খান ও কন্সট্রেবল আব্দুল মান্নান আহত হয়। আটককৃত ডাকাত শাহীনুরের স্বীকারুক্তি মোতাবেক থানা পুলিশ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানিক ও কামাল নামে দুই ডাকাতকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।