রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত শনিবার সকাল ৯টা হতে দিনভর প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। এ সময় র্যাব-১২ পাবনা, চাটমোহর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ও পাবনা পল্লী বিদ্যুতের লোকজনও উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। ইতোপূর্বে অবৈধ স্থাপনাকারীদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। বিপুল পরিমাণ কর্মীদের উপস্থিতিতে গতকাল রোববার হাটের মধ্যে অবৈধ স্থাপন করা বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। সকাল থেকে এ অভিযান শুরু হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, ঐতিহ্যবাহী অমৃতকুন্ডা হাটের প্রায় পৌনে ২ বিঘা জমি ৪০ বছর যাবৎ স্থানীয় ব্যক্তিবর্গের দখলে ছিল। এছাড়া নতুন নতুন পাকা ঘর করে দখল করা হচ্ছিল হাটের জায়গা। ফলে হাট ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছিল। এই উচ্ছে অভিযানে অবৈধ থাকা প্রায় অর্ধ শত কোটি টাকার জায়গা উদ্ধার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।