Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাম্পের প্রথম বাজেটে চিকিৎসায় বরাদ্দ কমছে বাড়ছে প্রতিরক্ষায়

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রথম বাজেটেই চিকিৎসা ও পরিবেশের ওপর বরাদ্দ কমিয়ে প্রতিরক্ষায় বরাদ্দ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সামরিক বাজেট বৃদ্ধির প্রতিশ্রæতি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, ট্রাম্প মার্কিন সামরিক সংস্থা, পেন্টাগনের বাজেট ৫ হাজার চারশ’ কোটি ডলার বাড়াতে চাইছেন। যা পূর্ববর্তী বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। অন্যান্য বেশ কিছু খাত থেকে অর্থ ছাঁটাই করে সামরিক খাতে এই অর্থ ব্যয় করা হবে। যেসব খাত থেকে বাজেট ছাঁটাই করে সামরিক খাতে দেয়া হবে তার মধ্যে রয়েছে বৈদেশিক সাহায্য এবং পরিবেশ রক্ষা এবং চিকিৎসা খাত। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসকে বিভিন্ন খাত থেকে বরাদ্দ কমিয়ে প্রতিরক্ষা খাত, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং দেশ থেকে শরণার্থীদের তাড়াতে বাজেটে বরাদ্দ বাড়ানোর আহŸান জানিয়েছেন। তবে মধ্যপন্থী রিপাবলিকানরা ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসের বাজেট পরিচালক জানিয়েছেন, বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান ট্রাম্প। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট প্রতিরক্ষা, সীমান্তে প্রতিরক্ষা নিশ্চিত এবং আইন প্রয়োগের ক্ষেত্রে আরো বেশি অর্থ খরচ করতে চান। তিনি প্রতিরক্ষা খাতে আরো ৫ হাজার চারশ কোটি ডলার বরাদ্দ বাড়াতে চাইছেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ