মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান-আফগান সীমান্তে বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানি সেনা ও ৬ হামলাকারী নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক সূত্র থেকে বলা হয়, সন্দেহভাজন সন্ত্রাসীরা শুক্রবার সকালের দিকে পাকিস্তানের খাইবার এজেন্সি সেনা চৌকিতে হামলা চালানোর পরিকল্পনাকালে এ সংঘর্ষ হয়। এ মাসের প্রথম দিকে পাক-আফগান সীমান্তের তিনটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় পাঁচ পাকিস্তানি সৈন্য নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনী সে সময় তাৎক্ষণিক অভিযানে সন্দেহভাজন ১৫ সন্ত্রাসীকে হত্যা করেছিলো। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা নিয়ে দেশ দু’টির মধ্যে অবনতিশীল সম্পর্ককে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে লন্ডনে যখন দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে, ঠিক এমন সময় নতুন করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। লন্ডনে দু’ পক্ষই পারস্পরিক উদ্বেগপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একমত হয়েছে। লন্ডনের আলোচনায় একে অন্যের মাটিতে অবস্থানরত সন্ত্রাসীদের তালিকা হস্তান্তরেও রাজি হয়েছে। এর আগে, লাল শাহবাজ কালান্দর-এর মাজারে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী টিটিপি ও জামাত-উল-আহরারের ৭৬ সন্ত্রাসীর তালিকা আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলো। এসব সন্ত্রাসী পাকিস্তান-আফগান সীমান্ত এলাকায় লুকিয়ে আছে। এদিকে আফগানিস্তানও ৮৫ জন তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের কমান্ডারদের একটি তালিকা পাকিস্তানের কাছে দেয়। গত মাসে পাকিস্তানে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সকল সীমান্তপথ বন্ধ করে দেয় এবং পাক সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানাগুলোতে অভিযান পরিচালনা করে। অভিযান
এখনও চলছে। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।