মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার ফ্রান্সের পলিনেশিয়ায় পৌঁছেছেন। সেখানে একটি বিলাসবহুল অবকাশ কেন্দ্রে তিনি এক মাস সময় কাটাবেন। হলিউড তারকারাও প্রায়ই এখানে সময় কাটাতে যান। স্থানীয় টিভি চ্যানেল তাহিতি নুই টিভি পরিবেশিত খবরে একথা বলা হয়। মার্কিন এ সাবেক প্রেসিডেন্ট তার পরিবার ছাড়াই পর্যটন দ্বীপ তাহিতিতে অবতরণ করেন। পরে তিনি মারলন ব্রান্ডোসের ব্যক্তিগত মালিকানাধীন অবকাশ কেন্দ্র তেতিয়ারোয়ায় যান। অস্কার বিজয়ী এ অভিনেতা ১৯৬০’র দশকে এটি কেনেন। উল্লেখ্য, এ অবকাশ কেন্দ্রে সময় কাটাতে প্রতি রাতের জন্য ২ হাজার থেকে ১২ হাজার ৩শ’ ইউরো গুনতে হয়। এ সময় সেখানে তার কোন রাজনৈতিক কর্মসূচি নেই বলেও জানানো হয়। রাজনৈতিক কোন বৈঠক না থাকায় সেখানে তিনি কি করবেন বা তার পরিবার তার সঙ্গে যোগ দেবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।তবে ওবামা ও তার স্ত্রী মিশেল পেঙ্গুইন র্যানদম হাউজের সাথে এক বই লেখার জন্যে ৬ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছেন। বাসস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।