Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মামলাবাজ নরওয়ে প্রবাসী বাবুল ও তার স্ত্রী জাহানারা বেগমের কবল থেকে রক্ষার দাবিতে সওদাগড় সম্প্রদায়ের নারী ও পুরুষ মানববন্ধন করেন। গতকাল রোববার দুপুরে মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে মির্জাপুর বাইমহাটী গ্রামের সওদাগড় সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধন করে। জানা গেছে, ৩৩ বছর আগে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা সদরের মৃত আব্দুর রহমানের ছেলে এমদাদুল হক বাবুলের সাথে মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী সওদাগড় সম্প্রদায়ের মৃত জিন্নত আলীর বড় মেয়ে জাহানারা বেগমের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই বাবুল নরওয়ে প্রবাসী। বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাবুল নরওয়ে বসবাস করছেন। কয়েক বছর পর পর বাবুল পরিবার নিয়ে বেড়াতে দেশে আসেন। গত কয়েক বছর যাবত তিনি দেশে এসেই তার আত্মীয়স্বজনসহ এলাকার লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেন। সম্প্রতি তিনি মির্জাপুরের পোষ্টকামুরী, বাইমহাটী ও বাজারের কয়েকজন ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির নামে টাঙ্গাইল আদালতে প্রায় অর্ধশত মামলা দায়ের করেছেন। তার মামলায় আসামীর তালিকায় তার জন্মদাতা মা মর্জিনা খাতুন ও ভাই ড. আজিজুল হকের নামও বাদ যায়নি। এমদাদুল হক বাবুল ও তার স্ত্রী জাহানারা বেগমের মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার দুপুরে সওদাগড় সম্প্রদায়ের লোকজন প্রেসক্লাবের সামনে মানববন্ধন রচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ