Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিম তীরে বসতি নির্মাণের সিদ্ধান্তে অটল নেতানিয়াহু

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে বসতি স্থাপনের ব্যাপারে তিনি এখনো পূর্ব ঘোষিত সিদ্ধান্তে অটল রয়েছেন। দুই দশকের মধ্যে প্রথমবার পশ্চিম তীরে ইসরাইলি বসতি গড়ে তোলা হবে। গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি জেসন গ্রিনবøাটের সঙ্গে বৈঠকের কিছুক্ষণ আগেই একথা জানান তিনি। তিনি বলেন, এই ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় আসতে পারবে তারা। নেতানিয়াহু বলেন, অ্যামেনার বাসিন্দাদের বলছি, আমি আপনাদের ওয়াদা করেছিলাম নতুন বসতি তৈরির। আমি এখনো সেই কথাতেই অটল আছি। এই বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এর আগে ৭ ফেব্রæয়ারি দখলকৃত পশ্চিম তীরে স্থাপিত ইসরাইলি বসতি স¤প্রসারণকে বৈধতা দিয়ে একটি বিতর্কিত বিল পাস করে ইসরাইলি পার্লামেন্ট। এ আইনের আওতায় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানার জমিতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের চার হাজার বাড়িঘর তৈরিকে বৈধতা দেওয়া হবে। ক্ষতিপূরণ হিসেবে ফিলিস্তিনি জমির মালিকদের অর্থ কিংবা বিকল্প জমি দেওয়ার কথা বলা হয়েছে। বিলটি পাসের পরই এর নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তাদের অভিযোগ এই আইন পাসের মাধ্যমে ইসরাইলিরা তাদের জমি চুরিকে বৈধ করলো। এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে কোনও রাজনৈতিক ফয়সালার পথকে রুদ্ধ করে দেবে বলেও সতর্ক করেছে তারা। ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তার পূর্বসূরি বারাক ওবামার তুলনায় অনেকটাই নরম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফিলিস্তিনে বসতি স্থাপনের বিষয়ে আন্তর্জাতিক নিন্দা ও চাপকেও উপেক্ষা করছে ইসরাইল। ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা যাওয়ার পর গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি বসতিতে নতুন করে ঘর-বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইল। মিডল ইস্ট আই



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ