রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক : ঢাকা মহানগর মহিলা কলেজের এইচএসসি পরিক্ষার্থী জায়েদা খানম ব্রেইন টিউমারে আক্রান্ত। সে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অধ্যাপক ডা. আনিসুল হকের অধীনে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, জায়েদা জটিল ব্রেইন টিউমারে আক্রান্ত, তাকে সুস্থ করতে জরুরিভাবে মেজর অপারেশন করাতে হবে, এতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন।
নওগাঁ জেলার আশাই থানার কাশিয়াবাড়ি গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের এম ই আজম খানের মেয়ে জায়েদা। ছোট বেলায় মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাবা ঢাকাতে একটি গার্মেন্টসে সামান্য বেতনে চাকরি করেন। সন্তানদের লেখাপড়ার খরচ ও ভরণ-পোষণসহ পরিবার- পরিজন নিয়ে সংসার চালাতেই নিয়মিত হিমসিম খেতে হয় জায়েদার বাবাকে। তার ওপর জায়েদা দীর্ঘদিন অসুস্থ। নিকট আত্মীয় ও প্রতিবেশীর কাছে ধারদেনা করে এতদিন চিকিৎসা চালিয়ে আসছেন। বাবার পক্ষে আর মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
এম ই আজম খান,
মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৫০০৫,
ইসলামী ব্যাংক লি. পল্টন শাখা, ঢাকা।
মোবাইল ০১৮৬৮৩৬৩৮৫৬ বিকাশ)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।