Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজারা সিন্ডিকেটের দৌরাত্ম্যে রাজস্ব বঞ্চিত সরকার

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : রানীশংকৈল উপজেলায় ২৫টি হাট-বাজার ইজারা সিন্ডিকেটে দাখিল কর হয়। জানা যায়, উপজেলার ২৫টি হাট-বাজার গত ১৭ ফেব্রুয়ারি ১ বছর মেয়াদে ইজারা বন্দোবস্তের জন্য দরপত্র আহ্বান করা হয়। হাট ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে গত বছরের তুলনায় কম রেট দিয়ে দরপত্র দাখিল করে। গত বছরে কাতিহার হাট ১ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকায় ইজারা দেয়া হলেও এবার ১৪২৩ বাংলা সনে সিন্ডিকেটে এসএম রাজা দর দাখিল করে ৭৬ লাখ ১১ হাজার টাকা। নেকমরদ হাট গত বছর ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১শত ১১ টাকা ইজারা দেয়া হলেও এবার সে হাট তোজামুল হক দর দাখিল করে ৯০ লাখ ১৫ হাজার টাকা। নিম্ন দর দেয়া হলেও দরপত্র কমিটি সরকারের রাজস্ব আয় না দেখে ইচ্ছা মাফিক হাট-বাজারগুলো বন্দোবস্ত দেয়। এ প্রসঙ্গে হাট-বাজার মূল্যায়ন কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। কারণ হাটের ফইলগুলো ইউএনও সাহেবের দফতর দেখে। এ ব্যাপারে হাট-বাজার মূল্যায়ন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান বলেন, ৩ বছরের গড় মূল্য অনুযায়ী বন্দোবস্ত দেয়া হয়েছে। সরকার গত বছরের তুলনায় এবার রাজস্ব আয় থেকে বঞ্চিত প্রসঙ্গে তিনি বলেন, গত বছর বেশি রেট দিয়ে হাট কিনে ইজারাদাররা লোকসানে পড়েছে, তাই তাদের দিকে ও মূল্যায়ন করা হয়েছে। এ প্রসঙ্গে সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন, সরকারের নিয়ম অনুযায়ী দর দাখিল হয়েছে কিনা সে বিষয়টি দরপত্র মূল্যায়ন কমিটি দেখে বন্দোবস্ত দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইজারা সিন্ডিকেটের দৌরাত্ম্যে রাজস্ব বঞ্চিত সরকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ