বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর হস্তক্ষেপে গতকাল (বৃহস্পতিবার) থেকে ফের চালু হলো প্রায় ২শ’ বছরের পুরোনো ফিশারীঘাটের মৎস্য আড়তে বেচাকেনা। সকাল ৮টায় আড়তে উপস্থিত থেকে তিনি শতাধিক মৎস্য ব্যবসায়ীর এ ব্যবসা কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম আবারো শুরু হয়েছে। এখান থেকে কেউ আড়ত সরানোর চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ফিশারীঘাটের মৎস্য বাজারে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দিন। যেখানে সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেখানে ব্যবসা করার পরিবেশ নেই। অবৈধ স্থানে পুনর্বাসনের নামে যারা এই ব্যবসায়ীদের ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, তাদের আগামী ২৫ মার্চের মধ্যে আড়তদারদের টাকা ফেরত দেয়ার আহ্বান জানান মহিউদ্দিন চৌধুরী। ব্যবসায়ীরা জানায়, ১৯৮৭ সালে মরহুম আবদুর রহমান ওরফে বালা সওদাগর সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। এই সমিতির নামে সরকারের কাছ থেকে ফিশারীঘাটের জায়গাটি দীর্ঘমেয়াদী বন্দোবস্তি নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।