Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের নির্যাতন ও মামলা হামলার প্রতিবাদে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচনী কর্মকা- পরিচালনায় বাঁধা, নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল রোববার সকালে জেলা বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লার শহরের মৌড়াইলস্থ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আ.লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রশাসন বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হয়রানি করছে। প্রথম দফায় দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচনে যে ভাবে বিজয়ের নাটক আ.লীগ মঞ্চস্থ করেছে একই কায়দায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনেও এক দলীয় নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি মাধ্যমে নির্বাচনি পরিবেশ ও সমঅধিকার সুনিশ্চিত কারার দাবী জানান। এসময় জেলা বিএনপিসাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহসভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হকসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশের নির্যাতন ও মামলা হামলার প্রতিবাদে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ