পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামে তাজি এ্যগ্রো নামে একটি প্রতিষ্ঠানে প্রায়ই আগুন লাগার কারণে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। গত মাসেও এই ছাই তৈরির কারখানায় আগুন লাগে। গত বছর বড় ধরণের অগ্নিকান্ডে তাজি এ্যগ্রোর কয়েকজন চীনা নাগরিক দগ্ধ হন। সেই থেকে কারখানাটি আলোচনায় আসে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাজি এ্যগ্রোর পাটকাঠিতে আগুন ধরে প্রায় ১২ লাখ টাকার সম্পদ ভস্মিভুত হয়। সন্ধ্যা পর্যন্ত দমকল বাহিনীর তিনটি ইউনিট এক যোগে কাজ করেও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। তাজি এ্যগ্রোর ম্যানেজার নুরুজ্জামান জানান, অচিন্তনগর গ্রামে রয়েছে একটি পাটকাঠির ছাই তৈরির কারখানা। এই ছাই থেকে চীনসহ বিভিন্ন দেশে গোলা বারুদ, কার্বন পেপার, কম্পিউটার ও ফটোকপিয়ারের কালি, আতশবাজি ও ফেসওয়াশের উপকরণ, মোবাইলের ব্যাটারি, প্রসাধনপণ্য, দাঁত পরিস্কারের ওষুধ ও ক্ষেতের সার ইত্যাদি পণ্য তৈরি হচ্ছে। তাইওয়ান, ব্রাজিলেও এটি রপ্তানি হচ্ছে। এর বড় বাজার রয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ব্রাজিল, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে। আগুন ও পাটকাঠির ছাই নিয়ে তাদের কারবার বলে প্রায় সেখানে আগুন লাগে বলে ম্যানেজার নুরুজ্জামান জানান। তবে বারবার আগুন লাগলেও অগ্নি নির্বাপকের ব্যবস্থা অপ্রতুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।