Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের শেয়ার বাজারেও মোদি-ঝড়

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাজনীতির ময়দান পেরিয়ে মোদি ঝড় ভারতের শেয়ারবাজারেও শুরু হয়েছে। ভোট বাক্সে উত্তরপ্রদেশ এবং উত্তরাখ-ের জনগণের নরেন্দ্র মোদির প্রতি উপচেপড়া সমর্থন প্রত্যাশিতভাবেই ছড়িয়ে পড়ল শেয়ারবাজারে। টানা তিনদিন বন্ধ থাকার পরে গত মঙ্গলবারই খোলে মূলধনী বাজার। আর ঝড়ের গতিতে উঠে ২.১ শতাংশ বেড়ে ৯,১২২.৭৫ পয়েন্ট ছুঁয়ে ইতিহাস গড়ল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। পাশাপাশি, বিএসই সূচক সেনসেক্স ৬১৫.৭০ পয়েন্ট বেড়ে পেরিয়ে যায় ২৯,৫০০। বিধানসভা ভোটের ফল ইন্ধন জুগিয়েছে ভারতীয় টাকাকেও। টাকা আরো বাড়বে, এই প্রত্যাশায় ফাটকা কারবারিদের ডলার বিক্রির জেরেই চড়তে থাকে টাকার দর। রফতানিকারীদের তরফে ডলার বিক্রি তাতে আরো গতি জোগায়। দুপুরের দিকেই ডলারে টাকার দাম ছুঁয়ে ফেলে ৬৫.৭৬ টাকা। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৫.৮২ টাকা, যা আগের দিনের তুলনায় ৭৮ পয়সা বেশি। গত ২০১৫ সালের ৬ নভেম্বর ৬৫.৭৬ টাকায় থেমেছিল ডলার। তারপর থেকে এটাই টাকার সর্বোচ্চ দর। এদিন বাজার বন্ধ হওয়ার আগেই জানা যায় পাইকারি মূল্যবৃদ্ধি ৬.৫৫% ছোঁয়ার খবর কিন্তু সেই পরিসংখ্যানও উদ্বেগ ছড়ায়নি শেয়ারবাজারে। ভোটের ফলই আস্থা জোগায় লগ্নিকারীদের। তবে এই জাদু-প্রভাব বাজার কত দিন ধরে রাখতে পারবে, তা নিয়ে কিছুটা সন্দিহান বিশেষজ্ঞরা। তাদের অনেকের মতে, বিভিন্ন সংস্থার আর্থিক ফলাফল এবং ভারতের অর্থনীতির ভিত কতটা শক্তিশালী তা-ই ঠিক করবে শেয়ারবাজার ও টাকার দামের গতিবিধি। পিটিআই, এবিপি।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ