Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাঙ্গলকোট হোমনাবাদ কলেজে অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ কলেজ অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং গত দু’মাসের বেতন না পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা গত ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে গতকাল বুধবার পর্যন্ত অব্যাহত রেখেছেন। এব্যাপারে শিক্ষক-কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি পেশ করেছে। হোমনাবাদ আদর্শ কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কলেজের আয়-ব্যয় হিসাবে অনিয়ম, শিক্ষার্থীদের থেকে নেওয়া টাকা ব্যাংকে জমা না করা, ক্রয়-বিক্রয় কমিটি কর্তৃক খরচ না করা এবং ভাউচার অনুমোদন না নেওয়া, কলেজের বার্ষিক প্রতিবেদন এবং অডিট রিপোর্ট প্রকাশ না করা, ২০১৪-১৫ ও ১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রায় ৭শ’ শিক্ষার্থীর কাছ থেকে ফরম ফি বাবদ ৫০ টাকা হারে রশিদবহির্ভূত আদায় করা, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পরবর্তীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের থেকে বোর্ড খরচ বাবদ রশিদবহির্ভূত এক হাজার টাকা করে আদায় করা, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা, ২০১৫ শিক্ষাবর্ষে আইসিটি এবং বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়, বিপিএড শিক্ষক এবং পদার্থ বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগে অর্থ আদায়, ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে কলেজ গভর্নিং বডির সভাপতি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করে। বোর্ড চেয়ারম্যান কর্তৃক গঠিত তদন্ত কমিটি অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা যেতে পারে বলে রিপোর্ট পেশ করে। কলেজ শিক্ষক তবারক উল্লাহ ও গোলাম রসুল জানান, গত দু’মাস কলেজ শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেনা বিধায় বাধ্য হয়ে ক্লাসবর্জন কর্মসূচি পালন করছেন। কলেজ গভর্নিং বডির সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আনিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি দীর্ঘদিন যাবত কলেজ গভর্নিং বডির সভা না ডাকায় কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে কলেজের কর্মকা- পরিচালনা করা সম্ভব হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাঙ্গলকোট হোমনাবাদ কলেজে অনির্দিষ্টকালের কর্মবিরতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ