নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : আইসিসিতে বিসিসিআই’র পক্ষে অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। গত ফেব্রুয়ারির সভায় সে অবস্থানের কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বিসিবিও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের মতো বিসিসিআই’র পক্ষ নিয়েছে। তাতে দৃশ্যমান লাভটা গতকালই দেখতে পেরেছে মিডিয়া। আগামী বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে আসছে ভারত ক্রিকেট দল, ওই সফরে এই দুই বোর্ডের প্রস্তাবে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট আয়োজনের কথা গতকাল পাকা হয়ে গেছে। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস এবং শ্রীলঙ্কা ক্রিকেটও একই সময়ে ৭০ বছর পূর্ণ করবে বলে এই টুর্নামেন্টটির নামকরণ ‘নিধাস (শ্রীলঙ্কার ভাষায় নিধাস অর্থ স্বাধীনতা) কাপ’। গতকাল বাংলাদেশের শততম টেস্ট চলাকালে তিন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে বাংলাদেশ মিডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে এ তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর। আবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেরও ৭০ বছর। এটা তারা বড়ভাবে উদযাপন করতে চাচ্ছে। একটা টুর্নামেন্ট ছিল। তাতে শ্রীলঙ্কা এবং ভারতের খেলার কথা ছিল। সেই টুর্নামেন্টে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এই টুর্নামেন্টে খেলতে সম্মতি জানিয়েছি। আগামী বছরের ১৫ মার্চ থেকে টুর্নামেন্ট হবে। এটা সাতটি ম্যাচের টি-২০ টুর্নামেন্ট। প্রত্যেক দলের সঙ্গে দু’টি করে ম্যাচ। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের খেলা থাকায় ওদের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে সমস্যা নেই। তাই আমরা সম্মতি দিয়েছি। আজ তা ঘোষণা করা হলো।’
এদিকে আইসিসির প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে বিসিসিআই’র সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর শুরু থেকে বিগ থ্রি’র বিপক্ষে অবস্থান নেয়ায় দায়িত্বের শুরু থেকেই বিসিসিআই’র রোষানলে পড়েছিলেন। টেস্টে কারো অবস্থান স্থায়ী নয়, পূর্ণ সদস্য যে কোনো দেশ হারাতে পারে মর্যাদা, শশাঙ্ক মনোহরের দায়িত্বকালে এমন আইনও আইসিসিতে অনুমোদনের অপেক্ষায়। গতকাল আইসিসির চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগে ক্রিকেট মিডিয়া এসব কারণকেই খুঁজছে। আইসিসির টেস্ট ফান্ড বণ্টন নীতিমালায় পরিবর্তন আসায়, বিগ থ্রি’র ক্ষমতা খর্ব হওয়ায়, নতুন দু’টি সহযোগী সদস্য পূর্ণ টেস্ট সদস্য পেতে যাওয়ার ঘোষণা এবং আইসিসির পরিচালনা পরিষদের কলেবর বৃদ্ধি নিয়ে গত ফেব্রুয়ারির সভায় যে সব অ্যাজেন্ডা উঠেছে, তাতে বিপাকে পড়ার কথা বিগ থ্রি’র। আগামী মাসে আইসিসির সভার আগে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে লাভবান হওয়ার আশ্বাস পাওয়ায় বিসিসিআই’র পক্ষে অবস্থান নিয়েছে বিসিবি, গতকাল আইসিসির চেয়ারম্যান পদ থেকে শশাঙ্ক মনোহরের পদত্যাগে ভারতীয় সংবাদ মাধ্যম এটাকে কারণ হিসেবে দেখছে। বিষয়টি স্পষ্ট করতে চেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তিনি বলেন ‘আইসিসির সংস্কারে দু’টি ব্যাপার আছে। একটি সংবিধান সংক্রান্ত, অন্যটি অর্থবিষয়ক। অর্থনৈতিক বিষয়ে আমরা বাধা দেইনি। কিন্তু সংবিধান সংক্রান্ত যে ব্যাপারগুলো তোলা হয়, সেখানে আমাদের অভিযোগ ছিল। অনেকে বলেছিল আইসিসির রিফর্মেশনের পুরো ব্যাপারে আমাদের অবস্থান ‘ন’ বলে দিতে। কিন্তু আমি বলেছি, বাংলাদেশ যদি বেশি টাকা পায়, সেটা আমি করব না কেন? আমাদের নিজেদের স্বার্থও তো দেখতে হবে। চিঠি দিয়ে আইসিসিকে বলে দিয়েছি যে দু’টি ব্যাপার আমরা মানি না। রেলিগেশন মানি না। টেস্টের পূর্ণ সদস্য থেকে নিচে নামার শঙ্কা আছে। পূর্ণ সদস্য দেশের মর্যাদা স্ট্যাটাস পরিবর্তন করা যাবে না। এখন নতুন স্বাধীন পরিচালক নিচ্ছে, সহযোগী সদস্য বাড়ছে; তাই বিষয়গুলো আগে বুঝতে হবে শশাঙ্কের পদত্যাগের ব্যাপারটা জানা নেই। আমি মিটিংয়ে ছিলাম। শুনেছি, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে যেসব বিষয়ে আমাদের স্বার্থ জড়িত, আমরা এর বিরুদ্ধে যাবো না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।