Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎই আইসিসি ছাড়লেন মনোহর!

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : দায়িত্ব নেয়ার মাত্র আট মাসের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। আইসিসির চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসনকে দেয়া এক চিঠিতে মনোহর বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি বোর্ড ও সদস্য বোর্ডগুলোসহ সব বিষয়ে সৎ ও নিরেপেক্ষ থাকতে। এজন্য বোর্ড পরিচালকদের সমর্থনও পেয়েছি। যাইহোক, ব্যক্তিগত কারণে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আইসিসির চেয়ারম্যানের পদে অসীন থাকা। এজন্য চেয়ারম্যান হিসেবে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি। এমন সুযোগ দেয়ায় আমি সকল বোর্ডের পরিচালক, ম্যানেজমেন্ট এবং সকল কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি কৃতজ্ঞ। আমি আইসিসির সর্বোচ্চ সাফল্য কামনা করি এবং আশা করি ভবিষ্যতে সংস্থাটি সাফল্যে চূড়ায় পৌঁছাবে।’
২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন মনোহর। কিন্তু এক বছর না পেরাতেই চেয়ার ছাড়তে হল তাকে। তার সবচেয়ে আলোচিত অবদান হল সংস্থাটি থেকে ‘তিন মোড়ল’ নীতি বাতিল করা। তবে সব বিষয়ে এখনো মীমাংসা হয়নি। তার আগেই চলে গেলেন ভারতের এই আইনজীবী। নতুন চেয়ারম্যান কে হবেন এবং ‘তিন মোড়ল’ নীতিতে কোনো পরিবর্তন আনেন কিনা সেটাই এখন দেখার বিষয়।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ